বর্তমান তথ্য বিস্ফোরণের এই যুগে প্রতিদিন লক্ষ লক্ষ তথ্য বিভিন্ন উৎস হতে প্রকাশিত হচ্ছে। তাই লক্ষ তথ্যের ভিড়ে সঠিক তথ্য, সঠিক সময়, সঠিক গবেষককে (Right Information, Right Person, Right Time) পৌঁছে দেয়া গ্রন্থাগারিক বা তথ্য পেশাজীবীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে ব্যান্সডক বর্তমান বিশ্বের সাথে সমন্বয়ের লক্ষ্যে দক্ষ গ্রন্থাগারিক বা তথ্য পেশাজীবী তৈরীর জন্য তথ্য ব্যবস্থাপনার উপর ইন্টার্নশীপ প্রোগ্রাম চালু করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে প্রতিবছর ইন্টার্নশীপ প্রোগ্রাম নিয়মিত পরিচালনা করা হয় যা দক্ষ গ্রন্থাগারিক বা দক্ষ তথ্য ব্যবস্থাপক সৃষ্টিতে সহায়ক। এ লক্ষ্যে একটি নীতিমালা প্রণয়নের কাজ অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ইন্টার্নশীপ নীতিমালার খসড়া ব্যান্সডক পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত হয়েছে।