দেশের গবেষকদেরকে গবেষণার কাজে ব্যান্সডকের ডকুমেন্টেশন বিভাগ অনলাইন ও অফলাইন সেবা প্রদান করেঃ
(১) ব্যান্সডকের নির্ধনিরিত আবেদন ফরমে গবেষকদের চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় জার্নজাাল আর্টিক্যাল দেশ-বিদেশ থেকে সংগ্সংরহ করণ ও বিতরণ;
(২) প্রয়োজনীয় তথ্যের নির্ধারিত ফরম পূরণ করে ব্যান্সডক-এ না এসেও ইমেইলের মাধ্যমে চাহিদা পেশ করা যাবে,
তবে ইমেইলে আর্টিক্যাল পেতে বিকাশ নম্বর-01941454959 -তে নির্ধারিত মূল্য পরিশোধ করতে হবে;
(৩) সংগৃহীত তথ্য/আর্টিক্যালের হার্ড কপি অথবা সফট্ কপি প্রতি পৃষ্ঠার নির্ধারিত মূল্য ১০.০০ টাকা;
(৪) যোগাযোগ:
ফোন :+88 02 58156285
মোবাইল : +8801941454959
ই-মেইল : bansdoc.doc@gmail.com
(৫) ব্যান্সডকের নির্ধারিত আবেদন ফরম
বরাবর
মহাপরিচালক
ব্যান্সডক, আগারগাঁও, ঢাকা।
বিষয়ঃ জার্নাল আর্টিক্যালের জন্য আবেদন।
আবেদনকারীর নামঃ
পদবীঃ
কর্মস্থলের ঠিকানাঃ
ফোন নম্বরঃ মোবাইল নম্বরঃ ই-মেইলঃ
গবেষণার ক্ষেত্রঃ (কৃষি/চিকিৎসা/প্রকৌশল/অন্যান্য ):
গবেষণার পর্যায়: (এমএস/এমফিল/পিএইচডি/এমডি/অন্যান্য):
আর্টিক্যালের তথ্যঃ
ক্রমিক নং
|
লেখকের নাম
|
আর্টিক্যালের টাইটেল
|
জার্নালের নাম
|
সন
|
ভলিউম
|
ইস্যু নম্বর
|
পৃষ্ঠা নম্বর
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
তারিখঃ নাম ও স্বাক্ষরঃ